ভেঙ্গে গেছে মন

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

তোজাম্মেল হক খোকন
  • ৬৩
কটি বছর পার হয়েছে,
সবকিছু আজ পাল্টে গেছে,
পাল্টে গেছো তুমি।
তোমার স্মৃতি মনে রেখে,
নির্ঘুম রাত জেগে থেকে,
বেঁচে আছি আমি।

হয়তো তুমি সুখেই আছো,
আনন্দ ঘন দিন কাটাচ্ছো,
সব কিছু ভুলে।
আমিই শুধু পারিনি আজ,
তোমার মতো জীবন সাজ,
অতীতকে ফেলে।

আমি যেন বোকার মতন,
করে আছি হৃদয়ে লালন,
তোমাকে এখনো ।
কাউকে নিয়ে স্বপ্ন দেখার,
হবেনা সুযোগ কভু আর,
হয়তো কখনো ।

যে প্রেম ছিলো তোমাকে নিয়ে,
সেই প্রেমের আঘাত পেয়ে,
ভেঙ্গে গেছে মন ।
নতুন করে স্বপ্ন দেখার,
সেই সাহস নেই আমার,
জানি তো এখন ।

আমি আজ বড্ড ভয় পাই,
ফের যদি স্বপ্ন ভেঙে যায়,
কে দিবে শান্তনা?
তোমার দেওয়া সৃতি নিয়ে,
নিজেকে রাখবো গো বাঁচিয়ে,
কভু ভুলবো না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইদ খোকন নাজিরী বেশতো লাগল।
ধন্যবাদ ভাই । দুজনের একই নাম
তোজাম্মেল হক খোকন সবাইকে ধন্যবাদ
Abdul Hannan অনেক সুন্দর শিক্ষনীয় লেখা,কবির প্রতি দোয়া রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

"ভেঙ্গে গেছে মন" কবিতায় প্রেমিকের মন ভাঙ্গার বর্ণনা করা হয়েছে । কয়েক বছর পার হয়েছে তবুও ভাঙ্গা প্রেম জোড়া লাগেনি । হয়তো কখনো জোড়া লাগবে না বা ভেঙ্গে যাওয়ার ভয়ে জোড়া লাগার স্বপ্ন দেখতে ভয় এর কথা তুলে ধরা হয়েছে । সুতরাং এটি ভাঙ্গা মনের অবস্থা বুঝাতে লেখা হয়েছে । তাই বলা যায় যে, কবিতাটি বিষয়ের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ।

২৫ জুন - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪